হম, আপনি সিপ্যানেল কিংবা FTP দিয়ে আপনার সাইটের ফাইল গুলো এক্সেস করুন আগে । এর পর /wp-content/themes/ গেলে আপনার Theme এর ফোল্ডার টি পাবেন । সেটা পুরো ডাউনলোড করে নিতে পারেন, মানে আপনার থিমের যে ফোল্ডারটি আছে সেটি ।
অথবা একটি প্লাগইন দিয়েও ওয়ার্ডপ্রেস সাইটের সকল ফাইল ফোল্ডার ব্রাউজ করা যায় যার নাম File Manager
প্লাগইন টি Download করতে অ্যাড প্লাগইন এ গিয়ে নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন ।
ধন্যবাদ