কম্পিউটারচালু হওয়ার পরে বন্ধ হয়ে যায় কেনো?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটারচালু হওয়ার পরে বন্ধ হয়ে যায় কেনো?
Md JihadKabir asked 5 years ago

আমার কম্পিউটারটা চালু করার বুট Boot হওয়ার সময় বন্ধ হয়ে যায় আবার চালু করলে Boot হয় 🙂 এতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু পিসির কোনো ক্ষতি হবে নাকি….?


কেউ জানলে জানাবেন প্লিজ……??

1 Answers
Ratan answered 5 years ago

এটা সব সময় ই হয় নাকি মাঝে মাঝে হয় ? আপনার পিসি কি ল্যাপটপ নাকি ডেক্সটপ ?  ডেক্সটপ পিসি তে পাওয়ার এর সমস্যা হলে কিংবা রেম এর অনেক সময় এমন হয় । আপাতো দৃষ্টিতে সমস্যা মনে না হলেও এটা একটা সিংনাল যে আপনার পিসি সামনে একটা সমস্যায় পড়তে যাচ্ছে ।
অনেক সময় মাদার বোর্ড এর সমস্যার কারনেও এমন টা হয়ে থাকে । 
আর ও একটু বিস্তারিত জানালে উত্তর দিতে ভালো হতো ।


Your Answer

4 + 10 =

error: Content is protected !!