কিওয়ার্ড কত প্রকার সেটা তো সঠিক ভাবে বলা যাবেনা । কারন এগুলো প্রায় ই বদল হয় এবং কিসের জন্য আপনি কিওয়ার্ড নির্বাচন করছেন, তার উপর ও নির্ভর করে। তারপরও কিওয়ার্ড কত প্রকার এর উত্তরে বলা যেতে পারে মোটামুটি ৯ প্রকার । আর সেগুলো হলো:
- Short-tail keyword
- Long-tail keyword
- Short-term fresh keyword
- Long-term evergreen keyword
- Product defining keyword
- Customer defining keyword
- Geo-targeting keyword
- LSI(Latent Semantic Indexing) keyword
- Intent targeting keywords
একটি পোস্ট বা আর্টিকেল এর অনপেজ SEO নিস্চিত করতে মোটামুটি এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা হয় ।