ক্রিকেটের তিনটি নিয়মে যে পরিবর্তন আনা হয় সেগুলো কী কী?

প্রশ্ন উত্তরCategory: খেলাধুলাক্রিকেটের তিনটি নিয়মে যে পরিবর্তন আনা হয় সেগুলো কী কী?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ক্রিকেটের যে তিনটি নিয়মে পরিবর্তন আনা হয় সেগুলো হলো-
প্রথমত- ফিল্ড আম্পায়ারদের কোনো সফট সিগন্যাল দিতে হবে না। তিনি সরাসরি টিভি আম্পায়ারদের কাছ থেকে জেনে নেবেন ব্যাটসম্যান আউট হয়েছেন নাকি আউট হননি।
দ্বিতীয়ত- তিনটি ক্ষেত্রে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করে আইসিসি। ১. যখন ব্যাটসম্যানরা পেস বোলারের বল মোকাবেলা করেন ২. যখন উইকেটরক্ষক উইকেটের খুব কাছ থেকে কিপিং করবেন এবং ৩. যখন কোনো ফিল্ডার ব্যাটসম্যানদের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন।
তৃতীয়ত- এখন থেকে যদি ফ্রি হিটে কোনো ব্যাটসম্যান বোল্ড আউট হন এবং রান নেন তাহলে সেটি তার নামের সাথে যুক্ত হবে। আগে যেটি বাই রান হিসেবে যুক্ত হতো।


Your Answer

8 + 15 =

error: Content is protected !!