আমি টাকা এবং ডলারের পরিবর্তন টা জানতে চাচ্ছি । ধরেন আমার কাছে ১০০০ টাকা আছে, এটা ডলারে কতো হবে ?
টাকা থেকে ডলার
টাকা থেকে ডলার কিংবা ডলার থেকে টাকা র রেট টা ওঠা নামা করে । মানে এক এক সময় এক এক রকম । তাই কারেন্ট রেট টা বের কার দরকার । আর এটি বের করাটা খুবই সহজ । গুগল থেকেই করা যায় এবং চলতি সময়ের রেট টি ই দেখাবে গুগল ।
গুগলে সার্চ করুন 1 BDT to USD
অথবা সার্চ করতে পারেন 1000 taka to usd
আর এর ঠিক উল্টাটা করলে পেয়ে যাবেন ডলার থেকে টাকার রেট যেনম 1 USD to BDT
ধন্যবাদ
1000 taka to usd
আজকের রেট অনুসারে 1,000 BDT = 10.55 USD
যেহেতু প্রায়ই বদল হচ্ছে তাই, দেখে নিন @ https://kivabe.com/currency/
আমার এক বন্ধু আমাকে ১০০ ডলার দিয়েছেন এবার আমি এই ডলার কে কিভাবে টাকা করবো একটু নিয়মটা বলবেন
আপনার বন্ধু আপনাকে যদি কাগজের 100$ দেয়া, তা হলে খুজে নিন আশে পাশে কোন মানি এক্সেজ এজেন্ট আছেকিনা । প্রতিটা জেলা শহরেই থাকে এবং বর্ডার পাস এ ও থাকে মানি এক্সেজ এজেন্ট। এদের কাছে ভাগতে পারেন আপনি সেই ডলার । অথবা যদি আপনার ব্যাংক এ একাউন্ট থাকে, সেই একাউন্ট এ ও জমা দিয়ে সেটিকে টাকা করে নিতে পারেন ।