ডাউলোড সাইট

Safayed asked 6 years ago

আমি ডাউনলোড সাইট থেকে কিভাবে টাকা আয় করতে পারি?কেউ আমার সাইট থেকে ডাউনলোড করলেই কি টাকা আয় হবে?কোথায় টাকা জমা হবে? এজন্য আমাকে কি করতে হবে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

ডাউনলোড সাইট থেকে আয় করতে চাইছেন আপনার নিজের ডাউনলোড সাইট থেকে নাকি অন্য কোন ডাউনলোড সাইট থেকে ?
ধরে নিলাম, আপনি অন্য ডাউনলোড সাইট থেকে আয় করতে চাইছেন, সেক্ষেত্রে আয় এর পরিমান টা খুবই কম হবে, বেশ কিছু । সাইট গুলো থেকে আপনার আপলোড করা ফাইলের উপর ১০০০ ডাউনলোড এর ফলে ১ থেকে ৭ বা ১০ ডলার পর্যন্ত আসে কোন দেশ থেকে ডাউনলোড হচ্ছে তার উপর নির্ভর করে ।
কয়েকটি সাইট এর লিংক


https://www.file-upload.com/
https://up-load.io/
https://www.up-4ever.com/

সাইট গুলোতে রেজিস্ট্রেশন করতে হবে, তার পর আপনি সেই সুবিধা পাবেন ।
এবার টাকা আয় হলে সেটা কিভাবে তুলবেন ?  বেশিরভাগ সাইট গুলো পেপাল এর মাধ্যমে পে করে । আর দুঃখের বিষয় হচ্ছে PayPal বাংলাদেশে সাপোর্ট করেনা । আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকলে পেপ্যাল ব্যবহার করতে পারবেন ।

এবার আসা যাক আপনার নিজের যদি ডাউনলোড সাইট থাকে, সেখান থেকে কিভাবে আয় করবেন । আসলে ডাউনলোড সাইট করতে গেলে খুব ভালো মানের সার্ভার লাগে কারন  সেখানে ডাউনলোড হবার কারনে অনেক চাপ পড়ে ।
তো সেটা যদি রেডি করতে পারেন, তাহলে আপনি বিভিন্য বিজ্ঞাপন সাইটের বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারেন ।

Your Answer

10 + 14 =

error: Content is protected !!