ডোমেইন নেম বিবন্ধন করার বেশ কিছু সাইট আছে । সেগুলোতে আপনাকে আগে নিবন্ধিত হতে হবে ইমেইল এড্রেস দিয়ে । তার পর ডোমেইন মেন ঠিক করে অডার দিতে হবে এবং পেমেন্ট দিতে হবে যদি আপনি TLD (Top Level Domain ) নিতে চান । এবার প্রশ্ন আসে
টপ ল্যাভেল ডোমেইন কি?
সাধানর ভাবে বোঝাতে গেলে বলা যেতে পারে যে ডোমেইন নেমের লাস্টের দিকে . (ডট) এর পরে কিছু নিদ্রিস্ট ডোমেন নেম কে বোঝায় যেমন com, net, biz, info ইত্যাদি । আর সাব ডোমেন কাক বলে সেটি এর আগেও বুঝিয়েছি । দেখে নিতে পারেন সাব ডোমেন কি
সাবডোমেন সাধারনত ফ্রি এবং এটি নির্ভর করে মুল ডোমেন ওনারের উপরে ।
ডোমেইন নেম নিবদ্ধন করার নিয়ম
আমাদের নিজেদের যে ডোমেন প্যানেল আছে সেটিতে দেখাচ্ছি কিভাবে ডোমেন নেম নিবন্ধন করতে হয় । আপনি ডোমেন কিনতে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন । তো চলুন । প্রথমেই দেখবো যে আমরা যে ডোমেন নেম টি নিবন্ধন করতে চাই, সেটি ফাকা আছে কিনা ।
তো সেটি করার জন্য ভিজিট করুন নিচের লিংক টিতে ।
http://supersite.owhost.com/
পেজটি লোড হলে উপরের মতো দেখা যাবে । এবার লাল মার্ক করা ঘরটিতে আপনি যে ডোমেন নেমটি কিনতে চাচ্ছেন সেটির নাম ও এক্সেনন ( মেন করলাম kivabe.com ) দিয়ে সার্চ দিন । তো যদি kivabe.com দিয়ে সার্চ করি, তাহলে নিচের মতো পাবো …
দেখা গেলো kivabe.com ফাকা নেই কারন এইটা আমরা ব্যবহার করছি । তো এবার অন্য কিছু দিয়ে ট্রায় করতে পারেন । মানে অন্য নামে । আর নিচের দিকে দেখুন বেশ কিছু সাজেশন দিয়েছে সাইট নিজেই । যেমন kivabe.org , ধরে নিলাম যে এই নাম টি পছন্দ হয়েছে। তো সেটি নিতে আমরা Select বাটনে ক্লিক করবো ।
Select বাটনে ক্লিক করার পরই দেখবেন যে পাশে Card এড হয়ে গেছে এবং আরো কিছু অপশন দেখাচ্ছে । আপনি চাইলে একাধিন ডোমেন নেম নিবন্ধন করতে পারেন । তখন উপরে গিয়ে আবার নতুন নাম সার্চ করে আপনার পছন্দ মতো ডোমেন নেম সিলেক্ট করুন ।
সব শেষে Checkout এ ক্লিক করুন ডান পাশ থেকে ।
checkout for domain
তো চেক আউট এ ক্লিক করলে পাবেন Your Shopping Cart পেজ টি । এখানে আপনি চাইলে টিক করে নিতে পারেন কোন ডোমেন বাদ দিবেন কিনা । যাইহক .. একটু নিচের দিকে স্ক্রল করলে পাবেন Login or Create an account to make a payment সেকসন, এখানে আপনার আগে থেকে একাউন্ট করা থাকলে সেটি দিয়ে লগইন করুন অথবা না থাকলে সহজেই করে নিতে পারেন
আপনার একাউন্ট হয়ে গেলে সেটিতে প্রবেশ করুন এবং নিচের মতো দেখতে পাবেন । এবার যেহেতু বাংলাদেশ থেকে বাহিরে পেমেন্ট দেয়াটা কস্টকর, তাই Pay Offline বাটনে ক্লিক করুন ।
Pay Offline এ ক্লিক করা মাত্র আমাদের কাছে একটি অর্ডার চলে আসবে । এবং আপনার মেইলেও একটি অর্ডার চলে যাবে । এবার আপনি বিকাশ কিংবা ব্যাংক এর মাধমে পেমেন্ট দিয়ে দিলেই আমরা আপনার ডোমেন নেম নিবন্ধন করে দেবো । অর্ডার পেজেই Contact Us বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন আমাদের কন্টক্ট ডিটেল্স ।
প্রতিটি সাইটের স্বতন্ত্র একটি নাম থাকে, যেটিকে ডোমেইন নেম বলা হয়।যেমন, ফেসবুক এইটি একটি ডোমেইন নেম। আর এই ডোমেইন নেমের মাধ্যেমে মানুষের কাছে ওয়েব সাইটি পরিচিত লাভ করে থাকে ।
অনেক কোম্পানি ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সেবা প্রধান করে। বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান আছে, যারা বাইরের নাম করা বিভিন্ন প্রতিষ্ঠান হতে ব্যবহারকারীর জন্য ডোমেইন নেম নিবন্ধন করে থাকে। তবে আপনিও সরাসরি ডোমেইন নেম নিবন্ধন করে পারেন।
ডোমেইন কম্পানির নাম
order.landl.com, godaddy.com
,
কিভাবে জানব যে, আমি যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব সেটা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে কি না
http://supersite.owhost.com/ এই খানে গিয়ে আপনার কিনতে চাওয়া ডোমেইন নেমটি দিয়ে সার্চ করুন, কেউ কিনে থাকলে Available দেখাবেনা । লাল হয়ে থাকবে … ধন্যবাদ