নেটওয়ার্ক টপোলজি কি
সাধারণত নেটওয়ার্কের জগতে একটি লজি হলো টপোলজি (topology)। একটি নেটওয়ার্কের টপ বা উপরে থেকে দেখলে নেটওয়ার্কটি যেমন, দেখা যায় তাই হলো টপোলজি। উপর থেকে তাকালে দেখা যাবে, নেটওয়ার্ক সমূহ কিভাবে সংযুক্ত আছে, ক্যাবল কিভাবে একটি আরেকটির সাথে যুক্ত হয়েছে। নেটওয়ার্ক কম্পিউটার সমূহ একটি আরেকটির সাথে সংযক্ত থাকার পদ্ধতিকে বল হয় টপোলজি।
নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে এইটি বেশ ভূমিকা রাখে। কোন কাজের জন্য নেটওয়ার্ক ব্যবহার করবো। তার ওপর ভিত্তি করে উপযুক্ত টপোলজি বাছাই করা দরকার। প্রতিটি টপোলজিরই কিছু সুবিধা ও অসুবিধা আছে। এসব বিবেচান করে উপযুক্ত টপোলজি বেছে নিতে হবে।