পাইলট প্রজেক্ট (pilot project) বা পাইলট প্রকল্প বলতে একদম শুরুর যে কোন প্রজেক্ট কে বোঝায় । এটি একটি পরীক্ষা মূলক প্রজেক্ট এবং এর ফলাফল অনুসারে পরবর্তিতে বৃহৎ আকারে সেই প্রজেক্ট টি পরিচালনা বা বাস্তবায়ন করা যাবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হয় ।
পাইলট প্রজেক্ট
উদাহরণ স্বরুপ আপনি হয়তো পরিকল্পনা করছেন আগামী বছরে বোরো মৌসুমে আপনার সব ধানি জমিতে ২৯ জাতের ধান লাগাবেন । তো এ বছর আপনি হয়তো ১ বিঘা জমিতে পরীক্ষামুলক ২৯ জাতের ধান লাগিয়েছেন । এবং এবছর আপনি আসলে অভিজ্ঞতা নিচ্ছেন, যাতে আগামীতে আপনি ২৯ জাতের ধান বোরো মৌসুমে ভালো ভাবে চাষাবাদ করতে পারেন ।
তো এইযে পরীক্ষামুলক ভাবে বৃহৎ পরিকল্পনার ছোট্ট পরিসরে বাস্তবায়ন করলেন, এটাই পাইলট প্রকল্প বা পাইলট প্রজেক্ট (pilot project).
আশাকরি পাইলট প্রজেক্ট সম্পর্কে ধারনা পেয়েছেন ।