ফটোশপে ছবি কপি

Ahmad Musa asked 6 years ago

adobe photoshop 6.0 তে ছবি কিভাবে কপি করে?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

Adobe Photoshop 6.0 অনেক পুরাতন, তবে টুল বার কনসেপ্ট গুলো কিছুটা এখন কার মতোই । পুরো ছবি কপি করতে চাইলে মারকিউ টুল সিলেক্ট করে Ctrl + A চাপলে পুরো লেয়ার টা সিলেক্ট হয়ে যাবে, এবার Ctrl + C চাপলে সেটি কপি হয়ে যাবে । নতুন আর একটি ফটোশপ ডকুমেন্ট খুলে সেখানে Ctrl + V চাপলে সেটি পেস্ট হয়ে যাবে ।


দেখে নিতে পারেন আমাদের নতুন ফটোশপের টিউটোরিয়াল গুলো ।

Your Answer

5 + 1 =

error: Content is protected !!