Sticky notes নিয়ে এর আগে আলোচনা করেছিলাম যা ছিলো কম্পিউটার এর ব্যবহার এর জন্য । তবে বাজারে ও কিনে পাওয়া যায় sticky notes pad, যেগুলোর এক পাশে আঠা লাগানো থাকে এবং প্রতিটি পাতা খুলে কোন একটি বস্তুর সাতে যেমন টেবিল , ফ্রিজ, কম্পিউটার এর গায়ে লাগিয়ে রাখা যায় । এর আঠা তেমন শক্ত না হওয়ায় সহজে উঠানোও যায় ।
তো sticky notes কিভাবে ব্যবহার করে ?
ধরুন আমি আমার বন্ধু একই রুম এ থাকি এবং সকালে সে থাকে আর আমি আসি বিকেলে । তো দুপুরে সে চলে যাবার সময় কিছু মেসেজ আমার জন্য লিখে রেখেছে আমার জন্য । কিন্তু কোথায় রাখলে সহজে আমি পাবো ? , সে আমার কম্পিউটার এর এ কোনায় sticky notes এ লেখা নোট টি বসিয়ে দিলো । একই ভাবে অনেকে ফ্রিজ এর গায়ে সেটে দেয়, কারন সেটা প্রতিদিন ই খোলা হয় ।
আবার অনেকে নোট লিখে ফ্রন্ট ডোর এর ভেতরের দিকে সেটে দেয় যাতে বাড়ি ধেকে কেউ বের হবার সময় সেই মেসেজ টি পায় ।