হাইব্রিড টপোলজি (Hybrid Topology)
স্টার, রিং, বাস প্রভৃতি টপোলজির একত্রে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি (Hybrid Topology) বলে। ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে বলা যায়। কারণ ইন্টারনেট একটি বৃহৎ পরিসরের নেটওয়ার্ক যেটিতে সব রকমের টপোলজির সংমিশ্রণ থাকে। এতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বেশি করার সুযোগ আছে। যে কোন সমস্যা দেখা দিলে তা নির্ণয় করা সম্ভব। একটি অংশ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক নষ্ট না হয়ে শুধুমাত্র ঐ অংশটুকুই নষ্ট হয়ে যায়।
সুবিধাসমূহঃ
- কোন সমস্যা দেখা দিলে খুব সহজেই তা নির্ণয় করা যায়।
- কোন একটি অংশ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক নষ্ট না হয়ে কেবলমাত্র ঐ অংশটুকুই নষ্ট হয়।
- প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধির সুযোগ রয়েছে।
অসুবিধাসমূহঃ
- হাইব্রিড টপোলজিতে ব্যবহার করা হাব সবসময় সচল রাখতে হয়।