Skype এ যুক্ত হলো Bing চ্যাটবট

Microsoft এর কিনে নেয়া Skype মনে হচ্ছে আবারো জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে । কয়েক বার হাত বদল হওয়া এক সময়ের জনপ্রিয় স্কাইপ অন্যান্য কমিউনিকেশন অ্যাপ গুলোর জন্য কিছুটা জনপ্রিয়তা হারালেও সম্প্রতি এতে যোগ হয়েছে AI Chat bot.  আর মাইক্রোসফ্ট এর এই chat bot এর নাম দিয়েছে Bing. আর এই AI Chat bot নতুন করে জনপ্রিয়তা বাড়ানোর সহায়ক হতে পারে ।


বিং চ্যাটবট

বিং (Bing) অবশ্য আগে থেকেই পরিচিত মাইক্রোসফ্ট এর সার্চ ইন্জিন হিসেবে । সম্প্রয়ের জনপ্রিয় AI Chatbot, ChatGPT তে মাইক্রোসফ্ট ও যুক্ত আছে । আর এরই সুফল বোদহয় বিং চ্যাটবট।

bing in skype

Bing in Skype

চ্যাটবট কি ?

চ্যাটবট ( Chatbot)  হচ্ছে এক ধরনের চ্যাটিং এসিসটেন্ট। এটি স্বয়ংক্রিয় ভাবে শিখিয়ে দেয়া তথ্যগুলো চ্যাটিং( মেসেজিং) এর সময় মানুষের সাথে যোগাযোগ করতে ব্যবহার করে থাকে । চ্যাটবট কে আসলে চ্যাটিং রোবট এর সংক্ষিপ্ত রুপ ও বলা যেতে পারে । তাহলে বলা যায়, যে রোবট বা সফটওয়ার স্বয়ংক্রিয় ভাবে মানুষের সাথে চ্যাটিং করতে পারে, সেটাই চ্যাটবট।

বিং চ্যাটবোট যে শুধু স্কাইপ সফ্টোয়ারেই আছে এমন নয় । স্কাইপ  এর ওয়েব ভার্সনেও যোগ করা হয়েছে এই Bing chat-bot কে ।

Bing chat-bot of Skype in web version

Bing chat-bot of Skype in web version

আর মাইক্রোসফট এর এই চ্যাটবট নিজের পরিচয় দিয়েছে এই ভাবে

“I’m a machine, not a human, but using AI I can chat with you. I’m here to help you find answers, create content, provide summaries on a variety of topics, and more. Keep in mind that I sometimes mess up. Use your own judgment and double check the facts before making decisions or taking action based on my answers. Learn more here.”

দেখা যাক সামনে আরো কি কি চমক নিয়ে আসে মাইক্রোসফ্ট ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!