কিভাবে Facebook Apps এর AutoPlay Video বন্ধ করবো ?
ইদানিং Facebook Apps এও শুরু হয়েছে AutoPlay Video যা মোবাইল ডাটা ব্যবহার কারিদের কাছে খুবই বিরক্তির কারন, কারন এতে প্রচুর ডাটা নষ্ট হয় । এর আগেও আমরা বিষয়টি আলোচনা করেছিলাম যা ছিলো ওয়েবের জন্য যার টাইটেল ছিলো কিভাবে Facebook এর Auto Play ভিডিও বন্ধ করা যায় । তো চলুন দেখে নেয়া যাক কিভাবে Facebook Apps এর AutoPlay Video বন্ধ করবো।
Facebook Apps এর AutoPlay Video বন্ধ করার ধাপ গুলো
এন্ড্রয়েড মোবাইলের ফেসবুক এপস এর অটো প্লে ভিডিও বন্ধ করতে প্রথমে Facebook Apps টি ওপেন করুন। এর পর নিচের দেখাবো ছবিতে লাল ঘরের ভিতরের আইকন টিতে ক্লিক করুন ।
এবার নিচের মতো একটি অংশ খুলে যাবে আপনার সামনে । এবার সেখান থেকে লাল ঘর অর্থাৎ Apps Settings অপশন টিতে ক্লিক করুন ।
Apps Settings অপশন টিতে ক্লিক করার পর আর একটি অপশন এলে সেখান থেকে Autoplay অপশন টিতে ক্লিক করুন
এবার যে অপশনটি আসবে সেখান থেকে আমাদের বন্ধ করতে হবে অটো প্লে অপশনটি । এখানে আপনি পাবেন ৩ টি অপশন :
- On Mobile Data and Wi-Fi Connections
- On Wi-Fi Connections Only
- Never Autoplay Videos
যদি আপনি চান যে সবসময় ই বন্ধ থাকুক ভিডিও অটোপ্লে, তাহলে নির্বাচন করুন Never Autoplay Videos, আর যদি মনেকরেন যে Wi-Fi Connection এ চালাবেন, তাহলে নির্বাচন করুন On Wi-Fi Connection Only.
এর পর বের হয়ে এসে দেখুন কোন ভিডিও একা একাই চলছে কিনা 🙂
তো এই ছিলো এখনকার ছোট্ট আয়োজন, ফেসবুকের নিজে নিজে চলা ভিডিও কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে ।