ফেসবুক ফ্রেন্ড রেস্টিকশন

ফেসবুক। শুধু এই একটা সাইটই সারা বিশ্বকে যেভাবে মাতিয়ে রেখেছে মনে হয়না আর অন্য কোনো সাইটের খুব তাড়াতাড়ি এর জায়গা দখল করার সুযোগ রয়েছে। সারাদিনে ফেসবুকে একবার যেন ঢু না মারলেই নয়। কে কি পোস্ট বা কমেন্ট করলো, কে মেসেজের রিপ্লাই দিলো ইত্যাদি বিষয়গুলো নিয়মিতভাবে চেক না করলে যেন ভালোই লাগে না। ফেসবুকে বিড়ম্বনাও কিন্তু কম নয়। এটি উন্মুক্ত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।


আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের সকলেই আপনার যাবতীয় কর্মকান্ড দেখতে পারেন। বাস্তব জীবনে আমরা সবার সাথে একভাবে চলি না। কিন্তু ফেসবুকের ফ্রেন্ডলিস্টে থাকা সকলেই আপনার সকল কাজ দেখতে পারেন। ফ্রেন্ডলিস্টে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ অনেকেই যুক্ত থাকেন। আপনি চান না আপনার বন্ধু বান্ধবদের সাথে কাটানো একান্ত সময়গুলো আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কেউ দেখুক।

ফেসবুকে কাউকে ব্লক না করে কীভাবে সীমাবদ্ধ করে রাখা যায় আজকে সেটা নিয়েই আলোচনা করবো।

আপনার ফেসবুকে কাউকে রেস্ট্রিক্ট করে রাখতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

মোবাইলে ফেসবুক এ্যাপে কিভাবে রেস্ট্রিক্ট করবেন?

১। প্রথমেই আপনার মোবাইল নাম্বার/ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে ফেসবুক এ্যাপে লগ ইন করুন।

২। এবার যাকে রেস্ট্রিক্ট করতে চান তার প্রফাইলে যান। সেখানে প্রফাইলের নামের নিচে Friends নামের একটি অপশন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করুন।

facebook friends

Facebook friends

৩। এখন ড্রপডাউন মেনুতে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Edit Friend List অপশনে ক্লিক করুন।

edit friend list

edit friend list

৪। এবার আরো কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Restricted অপশনে ক্লিক করুন।

restricted friends

restricted friends

৫। এরপর আপনি Restricted অপশনটির ডানদিকে যদি একটি নীল টিকচিহ্ন দেখতে পান তাহলেই বুঝবেন আপনার কাজ শেষ। এবার আপনি হোমে ফিরে যান।

restricted friend list active

restricted friend list active

এ তো গেলো মোবাইলে কিভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট রেসটিকটেড করবেন । এবার দেখা যাক ওয়েব ব্রাউজারে কিভাবে করে ।

কম্পিউটারে কিভাবে কিভাবে ফ্রেন্ড রেস্ট্রিক্ট করবেন?

১। প্রথমেই www.facebook.com ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার/ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

২। এবার যাকে রেস্ট্রিক্ট করতে চান তার প্রফাইলে যান। সেখানে প্রফাইলের নামের ডান দিকে Friends নামের একটি অপশন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করুন।

edit friends in web browser

edit friends in web browser

৩। এখন ড্রপডাউন মেনুতে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Edit Friend List অপশনে ক্লিক করুন।

edit friend list in browser

edit friend list in browser

৪। এবার আরো কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Restricted অপশনে ক্লিক করুন।

Facebook Friend list in web browser

Facebook Friend list in web browser

৫। এরপর আপনি Restricted অপশনটির বামদিকে যদি একটি নীল টিকচিহ্ন দেখতে পান তাহলেই বুঝবেন আপনার কাজ শেষ। এবার আপনি ট্যাবটি ক্লোজ করে হোমে ফিরে যান।

Restricted selected

Restricted selected

এভাবেই আপনি যতগুলো ফ্রেন্ডকে Restrict করে রাখতে চান তাদের প্রফাইলে গিয়ে উপরের পদ্ধতিটি অনুসরণ করুন। অবশ্য আপনি চাইলে যখন ইচ্ছে তখন আবার Restriction উঠায় নিতে পারেন। সেটার জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

You may also like...

1 Response

  1. Ahnaf says:

    It was useful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!