ব্রাউজার কি? (What is Browser):
ব্রাউজার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ছবি, পিকচার ব্লগ টাইপ ইত্যাদি অনুন্ধান করে খুঁজে বের করার সফটওয়্যারকে ব্রাউজার বলে । অর্থাৎ ব্রাউজার এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড করতে পারবে ।
ব্রাউজারে কোন কিছু প্রর্দশন করার জন্য আপনাকে শুধু ব্রাউজারের এড্রেস বারে গিয়ে যেকোন লেখা বা ওয়েব এড্রেস লিখে সার্চ করতে হবে । তাহলেই আপনার সামনে এসে উপস্থিত । যা কিছু সার্চ করবেন । যেমন ধরুন, Chrome ব্রাউজার, Firefox, Us Browser সহ বেশ কিছু ব্রাউজার আছে । সেগুলোর যেকোন একটি ব্রাউজার স্মার্ট ফোনে বা কম্পিউটারে ইন্সটল করে নিয়ে যেকোন ধরনের তথ্য খুঁজে বের করতে পারেন ইন্টারনেট এবং ব্রাউজার ব্যবহার করে ।
Browser শব্দটি এসেছে Browse থেকে যার অর্থ হচ্ছে ভ্রমন করা । আমরা ওয়েবসাইটে আসলে ভ্রমন বা ভিজিট করে থাকি এবং বিভিন্ন ইনফরমেশন নেয়া থেকে অনেক ধরনের কাজ করে থাকি ।
ওয়েবসাইট ভিজিট করার জন্য আলাদা যে সফটওয়ার বা অ্যাব ব্যবহার করা হয়, তাকে ব্রাউজার (Browser) বলে ।
ব্রাউজার গুলোতে আমরা URL লিখে Enter চাপার পর ওয়েব ব্রাউজার আমাদের বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায় । যেমন আপনি এই মুহুর্তে যে পেজ টি পড়ছেন, সেটাও একটি ওয়েব ব্রাউজার এর মাধ্যমে আপনার ফোনে বা কম্পিউটার এ চলে এসেছে ।
আজকাল ওয়েব ভিত্তিক বিভিন্য অ্যাপলিকেশন হওয়ার ওয়েব ব্রাউজার গুলোও অনেক আপডেট হচ্ছে। নিচে বেশ কয়েকটি ওয়েব ব্রাউজার এর মান দেয়া হলো ।
- গুগল ক্রম
- মজিলা ফায়ারফক্স
- অপেরা
- এজ ( সাবেক ইন্টারনেট এক্সপ্লোরার)
- ইউসি ব্রাউজার
উপরেব দেয়া ওয়েব ব্রাউজার গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় । এছাড়াও মোবাইল ফোন গুলোর ক্ষেত্রে তাদের নিজেদের ই বেশ কিছু ওয়েব ব্রাউজার আছে, যেমন সেমসাং ওয়েব ব্রাউজার
এছাড়াও আছে
- Amazon Silk.
- Apple Safari.
- Brave.
- Dolphin browser