Excel এ কিভাবে নামতা লেখা যায়

Rashed Islam asked 5 years ago

Excel এ কিভাবে নামতা লেখা যায়?
এবং ২৫৫৫ এর ১০℅ কিভাবে বের করবো?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

2555 এর 10 % বের করতে পারেন =2550*10% লিখে Enter চেপে অথবা যে সেলে ২৫৫৫ লিখে রেখেছেন সেই সেল এর Address যেমন ধরে নিলাম  A1 এর সাথে ১০% গুন করলে ই হবে ।


=A1*10%

আর এক্সেল এ নামতা লিখতে পারেন দুই ভাবে, এক হল প্রথম ও দ্বিতীয় সেলে প্রথম দুটি লিখে এর পর দুটোকেই সিলেক্ট করে অটো ফিল করুন যেমন উপরে ২ ও তার পরের সেলে ৪ লিখে এবার দুটোকেই সিলেক্ট করে অটোফিল করলে দেখবেন ৬, ৮ , ১০ , ১২… আসতেই থাকবে ।

আর একটা উপায় এ করতে পারেন, সেটা হলো A কলামর শুরু থেকে ১ থেকে ১০ লিখে রাখলেন, এবার B কলামের শুরুতে লিখলেন A1*2, এবার অটো ফিল করুন, দেখবেন ২ এর ঘরের নামতা হয়ে গেছে । একই ভাবে C কলামের শুরুতে লিখুন A1*3 এবং অটো ফিল করুন, দেখবেন ৩ এর নামতা হাজির ।

Note : অটোফিল বুঝতে সমস্যা হলে দেখে নিতে পারেন নিচের ভিডিও টি যেখাবে একটি সেলের ডানপাশের নিচের কোনা ধরে টেনে দেখানো হয়েছে অটোফিল  ।

Your Answer

9 + 18 =

error: Content is protected !!