ঘূর্ণিঝড় বুলবুল লাইভ দেখবো কিভাবে ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণঘূর্ণিঝড় বুলবুল লাইভ দেখবো কিভাবে ?
Afrida asked 5 years ago

ঘূর্ণিঝড় বুলবুল লাইভ দেখবো কিভাবে জানতে চাই ?   বাংলাদেশে কি এটা আঘান হানবে ? 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

সম্প্রতি ভারত মহাসাগর এ অবস্থান রত ঘূর্ণিঝড় বুলবুল লাইভ দেখা বলতে যদি বলেন ঝড়টা আসলেই কেমন হচ্ছে বা হবে সেটা তাহলে বলবো আমাদের মতো সাধারন জনগনের হাতে সেই প্রযুক্তি নেই । তাই আমাদের নির্ভর করতে হয় মিডিয়ার উপরে এবং তারা সেটেলাইট এর থেকে তথ্য নিয়ে যেগুলো আমাদের জানান ।


তবে আশার কথা হলো আপনি চাইলে ম্যাপ এ দেখে নিতে পারেন এর লাইভ অবস্থান এবং সে জন্য আপনাকে যেতে হবে একটি ওয়েব সাইট এ. নাম ventusky.

ঘূর্ণিঝড় বুলবুল লাইভ দেখা

ঘূর্ণিঝড় বুলবুল লাইভ অবস্থান দেখতে ventusky.com এ প্রবেশ করার পর সার্চ বার এ লিখুন Bangladesh কিংবা আপনি যে অন্চলের দেখতে চান সে অন্চল এর নাম ।

এবার কিচ্ছুখন এর মধ্যেই ম্যাপ এ দেখতে পাবেন ঝড় বুলবুল এর লাইভ অবস্থান অনেক টা নিচের ছবির মতো । ডাপ পাশে উপরে ( কম্পিউটার স্ক্রিন এ  ) দেখুন ম্যাপ ছোট বা বড়ো করার বাটন আছে আর নিচে আছে টাইম স্ক্যেল ।

bulbul in bay of bangle

bulbul in bay of bangle

ventusky প্রাথমিক ভাবে তাপমাত্রার গ্রাফ দেখায় । তো বাতাস এর গতি দেখতে চাইল ডান পাশের বার থকে Wind Speed এ ক্লিক করুন ।

wind speed of bulbul

wind speed of bulbul

 

 

Md Shariar Sarkar Staff answered 5 years ago

live দেখতে ভিজিট করুন http://www.windy.com


Your Answer

13 + 13 =

error: Content is protected !!