কী বোর্ডের ইনসার্ট কী এর কাজ কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকী বোর্ডের ইনসার্ট কী এর কাজ কি?
Rubel asked 5 years ago

কম্পিউটার কিংবা ল্যাপটপ এর মধ্যে একটি কি দেখা যায় যার নাম হচ্ছে ইনসার্ট (insert). তো এই ইনসার্ট বোতাম টির কাজ কি? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

Insert Key (ইনসার্ট কী)

কম্পিউটার কিবোর্ড এর ডান হাতের কি গুলোর মাঝে, বিশেষ করে BackSpace কী এর আশেপাশে থাকে এই Insert Key টি । Insert Key কে সংক্ষেপে Ins  ও বলা হয় । Insert শব্দটির অর্থ যোগ করা কিংবা নিয়ে আসা বা নিয়ে এসে বসানো । উদাহরন স্বরুপ লেখার মাঝে ছবি নিয়ে বসানো । তবে ইনসার্ট বাটন এর কাজ একটু ভিন্য ।


Insert Button in Keyboard

সাধারন কম্পিউটার ব্যবহার কারিরা এই বাটন টি তেমন ইউজ ই করেনা । যাই হোক, এর ব্যবহার বা কাজ গুলো নিচে দেয়া হলো।

কিবোর্ড শটকাট হিসেবে ইনসার্ট কী এর কাজ

  • Ctrl + Ins Key, Control বাটন চেপে ধরে Insert কী চাপলে সিলেক্ট করা লেখা কিংবা অবজেক্ট Copy হয় ।
  • Shift + Ins key কপি করা লেখা পেস্ট করা কাজ করে যা আমরা Ctrl + P দিয়ে ই করে থাকি ।

Alt + Ins কী ও কাজ করে, তবে সেটা Unix ভিত্তিক অপারেটিং সিস্টেম এর একটি ফি ওপেন সোর্স ডেক্সটপ সফটওয়ার Xfce এর Worksheet ওপেন করতে ।

লেখা ওভার রাইট করার কাজে

অনেক সময় এমন হয় যে আপনি লেখাম মাঝখানে কিছু লিখতে গেছেন, কিন্তু সেখানে নতুন বর্ন যোগ হওয়ার পাশাপাশি কার্সর এর পেছনের বর্ন গুলো মুছে যাচ্ছে । এটি হয়ে থাকে Insert বাটন টি একটিভ থাকলে, ঠিক করে নিতে আবার ইনসার্ট বাটন চাপুন, ঠিক হয়ে যাবে ।

তবে এটি আবার সময় ও বাচায়। মানে আপনি যদি চান যে বর্ন মুছে যাক এবং সেখানে নতুন বর্ন গুলো যোগ হোক 🙂 কমান্ড লাইন এ কমান্ড লাইন এ কোন ফাইল ওপেন করে তারে লিখা যোগ করতে কিংবা সেটি এডিট করতে হলে আগে Insert চেপে নিতে হয় আগে । তারপর সেই ফাইল টি এডিট করা যায় ।

Your Answer

10 + 5 =

error: Content is protected !!