জানতে চাই

Mohammad Jalal Uddin asked 5 years ago

ট্রিমার কতো সময় ধরে চার্জ দিতে হয়? ট্রিমারের গায়ে charging time 12 hours বলতে কি বুঝায়?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

আগেই বলেছি ব্র্যান্ড ভেদে সময় টা নির্ভর করে । এমন ও কিছু ট্রিমার আছে যেগুলো ৭ থেকে ৮ ঘন্টা চার্জ দেবার পর ২০ থেকে ৪০ মিনিট মতো এক টানা কাজ করে । বেশির ভাগ ক্ষেত্রেই অনেকে চার্জার লাগিয়েই ব্যবহার করে যেটা অনেকটি ঝুকি পুর্ন । যেহেতু আপনার ট্রিমার এর গায়ে Charging time 12 hours দেয়াই আছে , সেহেটু এটি ১২ ঘন্টা ধরে চার্জে রেখে দিতে পারেন 🙂
Charging time 12 hours বলতে বুঝাচ্ছে ১২ ঘন্টা ধরে চার্জ দিতে হবে ফুল চার্জ হবার জন্য ।


Your Answer

10 + 10 =

error: Content is protected !!