কী বোর্ড অক্ষরের সমস্যা

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকী বোর্ড অক্ষরের সমস্যা
Saleh asked 5 years ago

আমার  ল্যাপটপের  র্কীবোর্ড কিছু কিছু অক্ষর দিয়ে লেখা যায় না এক্ষেত্রে কী ভাবে সম্স্যার সমাধান করতে পারি।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

কি বোর্ড এর অধিক যত্ন করলে এই সমস্যা বেশি দেখা দেয় । মানে ল্যাপটপ এর  কিবোর্ড যদি ব্যবহার করা না হয়, তাহলে এই সমস্যা বেশি হবার সম্ভাবনা থাকে ।


আসলে যেটা ঘটে সেটা হলো, কিপ্যেডের বাটন গুলো ব্যবহার না হবার কারনে অনকে সময় ফাংগাস পড়ে ল্যাপটপের কিবোর্ড এর বাটন গুলোর সার্কিট এ । তখন বাটন গুলো কাজ করেনা ।

Laptop Keyboard

Laptop Keyboard

আপনার সমস্যার সমাধান টা হতে পারে একটা আলাদা কিবোর্ড (USB Keyboard ) ব্যবহার করতে পারেন।  আর ল্যাপটপ টা বন্ধ না রেখে চালানো, এতে করো সেটি হালকা গরম হয় এবং এর ভেতরে ফাংগাস পড়ার সম্ভাবনা কমে যায় ।

আর আপনি চাইলে ল্যাপটপের কিবোর্ড পরিবর্তন ও করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় ও অর্থ দুটোই বেশি লাগার সম্ভাবনা থাকে। কারন মিনিমনা ১৮ থেকে ২২ শত টাকা আসলে ল্যাপটপ এর কিবোর্ড এর দাম এবং এটা চাওয়া মাত্র ই দিতে পারেনা কম্পিউটার দোকানিরা । কারন এক এক ল্যাপটপ এর কিবোর্ড এর ধরন এক এক রকম ।

 

Your Answer

13 + 0 =

error: Content is protected !!