কম্পিউটার আর্থিং করা

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার আর্থিং করা
Md Jihad asked 4 years ago

আসসালামু আলাইকুম,
কম্পিউটার আর্থিং না করলে কি কোনো রকমের সমস্যা হবে….?
আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের বিদ্যুৎ লাইনের মেইন সুইচ এ আর্থিং লাইন দেওয়া আছে। কিন্তু পিসিতে সরাসরি করা নেই। আর আমার পিসির পাওয়ার কেবল টু পিন এর এবং ইউপিএস ব্যবহার করি । পিসির কেসিংয়ের টাচ করলে, হালকা শক করে। এছাড়া আর কোন সমস্যা পায়নি।
তাই আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যাটি ছাড়া কম্পিউটারের হার্ডওয়ার বা যন্ত্রপাতির কোন সমস্যা হবে নাকি…?


3 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

সাধারনত আর্থিং করার প্রয়োজন পড়েনা কারন মেইন লাইন এর আর্থিং করাই থাকে । আর আপনি হালকা সক পাবার যে বিষয়টি বলছেন, সেটি হতে পারে ফেস অন্য লাইন এ আসলে । তো আপনি বোদহয় মার্টিপ্লাগ ব্যবহার করছেন এবং এটির পিন ২ টি ।


কথার কথা ধরে নিলাম আপনার ২পিন টির উপরের পিন টি p1 এবং নিচের টি p2. তো এবং p1 উপরে ও p2 নিচে আছে । আপনার ২পিন টি ১৮০ ডিগ্রী উল্টায়ে নেন, তাহয়ে p2 উপরে যাবে এবং p1 নিচে । এবং সক করার সমস্যা টি ও সমাধান হয়ে যেতে পারে ।

Md Jihad answered 4 years ago

এরকম হাল্কা শক করলে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু পিসির কোনো ক্ষতি হবে নাকি…?


Md Shariar Sarkar Staff answered 4 years ago

না পিসির কোন ক্ষতি হবেনা … ওটা আমার মনিটর ও করে 🙂


Your Answer

9 + 9 =

error: Content is protected !!