বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ও মোবাইল টিকেটিংঃ-
বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায়। আবার অনলাইনেও টিকেট সংগ্রহের ব্যবস্থা হয়েছে। ফলে নিজের সুবিধামতো সময়ে রেলস্টেশনে না গিয়ে নির্দিষ্ট গন্তব্যের টিকেট সংগ্রহ করা সম্ভব।
মোবাইল ফোন বা অনলাইনে টিকেট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময়ের পূর্বে যাত্রীকে স্টেশনে আসতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শন করে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকেট সংগ্রহ করতে হয়।