বাংলাদেশে আউটসোর্সিং এর সম্ভাবনাঃ
আউটসোর্সিং এর ক্ষেত্রে বাংলাদেশে যেসব কারণগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো-
- বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের পারিশ্রমিকের হার তুলনামূলকভাবে অনেক কম।
- এ দেশে রয়েছে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণরত তথ্য প্রযুক্তিবিদ এবং ইংরেজিতে দক্ষ একদল তরুণ-তরুণী যারা ক্রমবর্ধমান চাহিদার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত।
- ভৌগলিকভাবে এ দেশ ১২ ঘণ্টার টাইম জোনে অন্তর্ভুক্ত। এর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন রাত থাকে তখন বাংলাদেশে দিন। ফলে ২৪ ঘণ্টার কাজ করার সুযোগ বাংলাদেশে রয়েছে।
- সাধারণ একটি শিল্প Developed করতে যে পরিমাণ পুঁজির দরকার হয় ICT Enabled এর যে কোন সেক্টরে এই পুঁজির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠ কর্ম পরিবেশ সৃষ্টি করা হলে আউটসোর্সিং এর বিশাল বাজারে আধিপত্য বিস্তার করতে বাংলাদেশের তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।