নিউটনের গতিবিষয়ক সূত্রগুলো উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞাননিউটনের গতিবিষয়ক সূত্রগুলো উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন।


Isaac Newton

Isaac Newton

নিউটনের গতিবিষয়ক সূত্রঃ

এই ‍সূত্র তিনটিকে নিউটনের গতিবিষয়ক সূত্র বলা হয়। সূত্র তিনটি হলো-

  • প্রথম- বাহিরে থেকে কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে।
  • দ্বিতীয়- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক।
  • তৃতীয়-  প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

Your Answer

18 + 2 =

error: Content is protected !!