Google Play Store – Android Application Store

প্রায় সবার হাতেই Smart Phone  আর এর একটা বড় অংশ ব্যবহার করে Android Phone. Android Phone এর Application Store হচ্ছে Google Play Store যেখানে হয়েছে হাজারো মোবাইল এপস । চলুন আজ জানি কিভাবে Google Play Store থেকে আপনার এন্ডয়েড ফোনে এপস নামাবেন ।


Google Play Store থেকে এপস নামানো

Play Store ব্যবহার করবার জন্য একটি Gmail Account লাগে  কারন এটি গুগলের সার্ভিস । আর সাথে লাগবে ইন্টারনেট কারন গুগল প্ল্যা স্টোর আসলে ইন্টারনেটের মাধ্যমে মুল সার্ভারে কানেক্ট হয় এবং এবং সেখান থেকে এপস নামায় ।  তো প্রথমে আপনি আপনার ফোনে দেখুন নেট কানেক্ট করা আছে কিনা । বড় কোন এপ্লিকেশন নামাতে গেলে Mobile Data ব্যবহার না করে Wifi Internet ব্যবহার করা ভলো হবে । অবশ্য মোবাইলে বেশি মেগাবাইট থাকলে সমস্যা নাই 🙂

নেট ঠিকঠাক থাকলে এবার খুজুন আপনার ফোনে Play Store এবং এটি ওপেন করুন । যদি গুগল একাউন্ট আপনার ফোনে কানেক্ট করা থাকে তাহলে স্টোর টি ওপেন হবে। আর না থাকলে আপনার কছে Google Account এর Information চাইবে । প্লে স্টোর ওপনে হলে নিচের মতো আসতে পারে

Google Play Store

Google Play Store

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কিছু apps এর লিস্ট । যেটি নিতে চান, তার উপরে টাচ করুন । আর যদি আপনার কাক্ষিত এ্যাপ্স টি না থাকে, সার্চ করে নিন । Google Apps Search করবার জন্য উপরের Google Play লিখাতে টাচ করুন এবং যে এপস চাচ্ছেন তার নাম লিখুন । ধরুন আপনি চাচ্ছেন এমন একটি এপ যা দিয়ে মোবাইল ফোনেই ছবি এডিট করা যায । তাহলে লিখুন Photo এবং একটু ওয়েট করুন …

apps search in google play

apps search in google play

দেখবেন যে photo related key word গুলো আপনাকে সাজেস্ট করছে । এবার যদি আমরা photo editor এ ক্লিক করি, দেখবো যে নিচে অনেকগুলো এপস এর লিস্ট চলে এসেছে  যার মাঝে অধিকাংশ ই ফ্রি। আমরা এর মাঝথেকে একটি নির্বাচন করলাম যার নাম PhotoDirector Photo Editor App এবং দেখলাম নিচের মতো এলো ।

PhotoDirector Photo Editor App

PhotoDirector Photo Editor App

এবার যদি মনে হয় যে এপস টি সম্মর্কে আরও জানতে হবে, একটু নিচের দিকে Scroll করুন, দেখবেন যে আরো অনেক information আছে যেমন, total user reting, user comments ইত্যাদি । এবার Install বাটনে ক্লিক করলে শুরু হয়ে যাবে Download, Download শেষ হলে একাই এপস টি ইন্সটল হয়ে যাবে । মাঝে মাঝে আটকিয়ে দিতে পারে ফোনে পর্যাপ্ত স্পেস না থাকার কারনে, কিছু জায়গা খালি করে নিলেই আবার নামাতে পারবেন ।

Note: যেকোন এপস নামানোর আগে দেখে নিন তার রেটিং ও কমেন্ট গুলো, এতে করে ঠকবার সম্ভাবনা কম । আবার মোবাইল ডাটা ব্যবহার করলে দেখে নিন পর্যাপ্ত মেগাবাইল আছেকিনা, তা না হলে মেইন ব্যলেন্স থেকে টাকা শেষ হয়ে যেতে পারে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!