সাধারণত কম্পিউটার, মোবাইল ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যোগাযোগ কিভাবে গড়ে উঠবে তা নির্দেশ করে OSI মডেল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডস (ISO) ১৯৭৪ সালে আই মডেল তৈরি করার কাজ হাতে নেয়। এর অনেক আগে,১৯৬৭ সালে তৈরি হয় TCP/IP প্রটোকল স্যুট।
এই প্রটোকল স্যুট যে মডেল অনুসরণ করে তাকে বলা হয় স্টান্ডার্ড অনুসরণ করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বা DOD মডেল। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস প্রস্ততকারক যাতে একই স্ট্যান্ডার্ড অনুসরণ করে তাদের ডিভাইস প্রস্ত করতে পারে সেজন্যই OSI মডেলের প্রয়োজন অনুভূত হয়। তার পর থেকেই নেটওয়ার্কের কাজ বোঝার জন্য মডেল সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য হয়ে পড়ছে।
সাধারণত OSI মডেলকে ৭ টি লেয়ার বা স্তরে ভাগ করা হয়
- এপ্লিকেশন
- প্রেজেন্টেশন
- সেশন
- ট্রান্সপোর্ট
- নেটওয়ার্ক
- ডাটালিংক
- ফিজিক্যাল
প্রতিটি স্তরে নির্দিষ্ট ডিভাইস নির্দিষ্ট কাজ করে থাকে।