আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ কী?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানআদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ কী?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষঃ


  • এ ধরনের কোষে সুগঠিত কোন নিউক্লিয়াস (Nucleus) থাকে না। এজন্য আদি নিউক্লিয়াস কোষও বলা হয়।
  • এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, ফলে নিউক্লিও-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে।
  • এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রভৃতি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে।
  • ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়।

Your Answer

17 + 15 =

error: Content is protected !!