ইঙ্কজেট প্রিন্টার
অফিস কিংবা যেকোন ধরনের প্রতিষ্ঠানে প্রিন্ট করার জন্য লেজার প্রিন্টারের ব্যবহার তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে । ইঙ্কজেট প্রিন্টার যা তরল কালির প্রযুক্তি ব্যবহার করে। ইস্কাজেট প্রিন্টারে ডকুমেন্ট প্রিন্ট করতে অন্যও প্রিন্টার থেকে বেশি খরচ পড়ে থাকে । এই প্রিন্টারগুলো তাপকে কাজে লাগিয়ে লেখা ছাপায়। বিশেষ তাপ সংবেদনশীল কাগজে তাপ দিয়ে লেখা প্রিন্ট হয় এসব তাপীয় প্রিন্টারগুলোতে। একরঙা তাপীয় প্রিন্টারগুলো ব্যবহার করা হয় ক্যাশ রেজিষ্টার, এটিএম, গ্যাসোলিন দোকানে এবং কিছু পুরনো কমদামি ফ্যাক্স মেশিনে। এগুলো সবসময় সাদা কালো হবে এমন নয়, বিশেষ কাগজ এবং তাপের ভিন্নতার মাধ্যমে রং পাওয়া সম্ভব। একটি উদাহরণ হল জিঙ্ক শূন্য কালি প্রযুক্তি ।