আসসালামু আলাইকুম, আমি যখন পিসি কিনে ছিলাম তখন না বোঝে বা না লক্ষ্য করে ২পিন এর CPU পাওয়ার ক্যাবল কিনে এনেছিলাম। এখন এর আর্থিং সমস্যা হচ্ছে। ১ম কথা হচ্ছে আমার ঘরের সব সকেট ২ পিন এর, তার উপর পাওয়ার ক্যাবলও ২ পিন এর। তাই, ভেবেছি আমার রুমের পাশে যে ঘরের আর্থিং রড রয়েছে তার থেকে আলাদাভাবে আর্থিং দেব।
এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এই রড দিয়ে আমাদের ঘরের আর্থিং দেওয়া হয়েছে তাই এখান থেকে যদি সরাসরি তার দিয়ে আর্থিং দেই পিসিতে তাহলে কী কোনো সমস্যা হবে নাকী…?