কম্পিউটার এর নোটিফিকেশন কিভাবে বন্ধ করবো ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার এর নোটিফিকেশন কিভাবে বন্ধ করবো ?
Najim asked 6 years ago

আমি উইন্ডোজ ১০ ইউজ করি । আমি ল্যাপটপ চাইল করে ইন্টরনেট কানেকশন অন করলে প্রচুর পরিমানে নোটিফিকেশন আমার টাস্কবারে দেখাচ্ছে । এখন কিভাবে নোটিফেকশন আসা বন্ধ করবো জানাবেন প্লিজ । 
 


1 Answers
Imran Hossain answered 6 years ago

আমি আপনার পিসিতে কি কি ব্রাউজার ইউজ করেন বল্লে ভালো হত । কম্পিউটার নোটিফেকেশন আসার মুল কারণ হচ্ছে ব্রাউজার । ব্রাউজারে নোটিকেশন অপশন চালু থাকলে, নোটিফিকেশন আসে । তো আমি ক্রম ব্রাউজারে কিভাবে নোটিফিকেশন বন্ধ করতে তা দেখাবো ।
Chrome ব্রাউজার থেকে Chrome Setting এ যান । যাওয়ার পর Scroll করে নিচের দিকে আসুন । সেখানে Advanced লেখাতে ক্লিক করুন ।


Click to Advanced

Click to Advanced

Advanced এ ক্লিক করার পর সেখানে বেশ কিছু অপশন বের হবে ।

Content Settings

Content Settings

এবার সেখান থেকে উপরের লাল দাগ করা  Content Settings লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন বের হবে ।

Click Notification

Click Notification

এবার সেখান থেকে Notification লেখা অপশনে ক্লিক করে আপনি নোটিফিকেশন আসা বন্ধ করে দিতে পারেন । এর ফলে আপনার পিসিতে কোন ধরনের নোটিফিকেশন আসবে না ।

Your Answer

14 + 4 =

error: Content is protected !!