কেন্দ্রীয় প্রবণতা(Central tendency): অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছকাছি পুন্জীভূত হয়।
আবার অবিন্যস্ত উপাত্ত সমূহকে গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্যতা দেখা যায়। উপাত্ত সমূহের এরকম কেন্দ্রীয় মানের দিকে পুন্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।
➤কেন্দ্রীয় প্রবণতার আলোচ্যবিষয় হলোঃ
১। গড়
২। মধ্যক এবং
৩। প্রচুরক