গুগল আইডি ও ইমেইল আইডি কি একই ?

প্রশ্ন উত্তরCategory: Questionsগুগল আইডি ও ইমেইল আইডি কি একই ?
জয়নাল asked 7 years ago

গুগল আইডি ও ইমেইল আইডি কি এক নাকি আলাদা ? 


2 Answers
Best Answer
Imran Hossain answered 7 years ago

Google আইডি এবং জিমেইল আইডি একই।  আর জিমেইল এ্কটি ইমেইল সার্ভিস হওয়ায় এটি ও একটি ইমেইল আইডি ঠিকই । কিন্তু ইমেইল আইডি আরও আছে। যেমন ইয়াহু ইমেইল আইডি, আউটলুক ইমেইল আইডি । কিংবা আপনি চাইলে আপনার নিজের ডোমেইন এর ও একটি ইমেইল আইডি করে নিতে পারেন ।


তো বলা যেতে পারে সকল গুগল আইডি ইমেইল আইডি হয়েও সকল ইমেইল আইডি গুগল আইডি নয় ।

biplob tripura answered 2 years ago

আমি ২০০৭ সালে ক্লাস টু এপরি এবং ২০১০ সালে সমাপনি পরিখায় a+ পায়


Your Answer

19 + 2 =

error: Content is protected !!