দৈব পরীক্ষা বলতে কী বোঝায়?

প্রশ্ন উত্তরCategory: গণিতদৈব পরীক্ষা বলতে কী বোঝায়?
Sohel asked 4 years ago

দৈব পরীক্ষা কী?


1 Answers
Abu Alam answered 4 years ago

দৈব পরীক্ষা(Random experiment): যখন কোনো পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থকে কিন্তু  পরীক্ষাটিতে একটি  নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না তাকে,একে দৈব পরীক্ষা বলে। যেমনঃ একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় সম্ভাব্য ফলাফল কি হবে তা আমরা আগে থেকেই জানি কিন্তু ছক্কাটি নিক্ষেপের পূর্বে কোন ফলাফলটি ঘটবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং ছক্কা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা।  


Your Answer

14 + 0 =

error: Content is protected !!