আপনি বোধহয় নিকোশ ফন্ট (nikosh font) এর কথা বলছেন । যদি তাই হয়, তবে এই ফন্ট টির ডেভেলপ করেছে বাংলাদেশ নির্রাচন কমিশন এবং এটি একটি ইউনিকোড ফন্ট ।
নির্বাশন কমিশন তাদের ডাটাবেজ এর তথ্য আপডেট করার জন্য খুব সম্ভবত ফন্ট টি ডেভেলপ করেছিলো । এটির অনেক গুলো ভার্সন আছে যেগুলো পাবেন অভ্র কিবোর্ডের ওয়েব সাইটে ।
লিংক : https://www.omicronlab.com/bangla-fonts.html
যেহেতু ফন্ট টি ইউনিকোড ফন্ট, তাই লিখতেও লাগবে ইউনিকোড এ ।