আমি নতুন একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, কিন্তু কোন ব্রান্ডের ল্যাপটপ ভালো বুঝে উঠতে পারছি না। কেউ জানাবেন কি?
ব্রান্ডের ল্যাপটপ মোটামুটি সবগুলোই ভালো । আর আপনি কোনটা নিবেন কিংবা আপনার জন্য কোনটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনি কোন কাজে ব্যবহার করবেন আপনার ল্যাপটপ টি । সাধারন কাজের জন্য এক মোটামুটি কনফিগারেশন এর হলেও চলবে । আবার আপনি যদি ভারি কাজ করেন যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন কিংবা ভিডিও এডিটিং, তাহলে সাজেসন টা হবে অন্য রকমেন ।
ধরুন আপনি এম এস ওয়ার্ড কিংবা এক্সেলে কাজ করবেন, আর পাশাপাশি হয়তো নেট ব্রাউজ করবেন। আর মাঝে মধ্যে মুভি দেখা … কম দামি ল্যাপটপ গুলোর মধ্যে এসার ( Acer ) কিংবা আসুসের ( Asus ) ল্যাপটপ গুলো নিতে পারেন । 30 – 32 হাজারের মধ্যেই ভালো মানের পাবেন । তবে আমার মতে ডেল ( Dell ) এর কমদামি ল্যাপটপ এর হিট সমস্যা আছে । মানে গরম হয় আর কি ।
আবার ধরুন আপনি ফ্রি ল্যান্সিং করতে চান কিংবা কিংবা একটু ভারি কাজ যেমন ছোট খাটো গ্রাফিক্স এর কাজ, সেক্ষেত্রেও এসার ( Acer ) কিংবা আসুসের ( Asus ) ল্যাপটপ গুলো নিতে পারেন, কিংবা লেনেভো (Lenovo ), এইচপি (HP) ও নিতে পারেন । দাম পড়বে 35 – 45 হাজার এর মতো মডেল ভেদে । মিনিমান 4GB RAM, Core i3 Intel Processor with 2.5 GHz Processor speed এর ল্যাপটপ গুলো নিতে পারেন ।
আর আরো ভারি কাজ যেমন ভিডিও এডিটিং কিংবা ফটোশপের বড়ো বড়ো PSD নিয়ে কাজ করতে হলে বাজেট বাড়ান, 55K + এ ভালো ভালো ল্যাপটপ পাবেন ।
আশাকরি কিছুটা ধারনা দিতে পেরেছি … ধন্যবাদ …