বিজ্ঞান কি ও বিজ্ঞান কাকে বলে ?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানবিজ্ঞান কি ও বিজ্ঞান কাকে বলে ?
Golam asked 7 years ago


3 Answers
Best Answer
Imran Hossain answered 7 years ago

বিজ্ঞান কি
সাধারণত বিজ্ঞান বলতে আমরা যা বুঝি, বিজ্ঞান হচ্ছে বিশ্বের যাবতীয় ভৌত বিষয়াবলী পর্যবেক্ষণ, পরীক্ষণ, যাচাই, নিয়মসিদ্ধ, বিধিবদ্ধ ও গবেষণালব্ধ পদ্ধতি যা জ্ঞানকে তৈরিপূর্বক সুসংগঠিত করার কেন্দ্রস্থল। ল্যাটিন শব্দ সায়েনটিয়া থেকে ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান । ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোন বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তি বিজ্ঞানী বিজ্ঞানবিদ কিংবা বৈজ্ঞানিক নামে পরিচিত হয়ে থাকেন। তাকেই বিজ্ঞান  বলে । বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং প্রকৃতি ও সমাজের নানা মৌলিক বিধি ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। বর্তমান বিশ্ব এবং এর প্রগতি নিয়ন্ত্রিত হয় বিজ্ঞানের মাধ্যমে। 
 


Adil answered 3 years ago

 বিজ্ঞান কি? 
উত্তরঃ Science শব্দটির অভিধানিক অর্থ বিজ্ঞান । এটি ল্যাটিন শব্দ scientia থেকে উদ্ভূত যার অর্থ knowledge বা জ্ঞান।
Read more


Sourav answered 2 years ago

বিজ্ঞান শব্দটির আভিধানিক অর্থ জ্ঞান।পরীক্ষা নিরীক্ষা এবং অনুসন্ধানের পরে মানুষ প্রকৃতি থেকে যে জ্ঞান লাভ করে তাই বিজ্ঞান।মানুষ কোনো ঘটনার যথাযথ ব্যাখা দেওয়ার জন্য যে জ্ঞান ব্যবহার করে সেটাই বিজ্ঞান।বিজ্ঞান বিভিন্ন কুসংস্কারকে ভুল বলে প্রমানিত করতে পারে।যেমন ভূতে বিশ্বাস না করা।


Your Answer

10 + 6 =

error: Content is protected !!