ভাইরাল মানে কি ?

প্রশ্ন উত্তরCategory: Questionsভাইরাল মানে কি ?
Lubna Yeasmin asked 7 years ago

অনেক জায়গাতেই দেখি এটা ভাইরাল হয়েছে ওটা ভাইরাল হয়েছে । ভাইরাল জিনিস টা কি ? এর মানে কি ? 


1 Answers
Best Answer
Md Shariar Sarkar Staff answered 7 years ago

ভাইরাল শব্দটি কোথায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করবে এর অর্থ কি । ধরুন আপনি কোথাও শুনলেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে । এই ভাইরাল মানে হলো সেই ভিডিও টি ব্যপক প্রচার হয়েছে অনলাইনে এবং সেই ভিডিওর টপিক নিয়ে লোকজন কথা বলছে ।  এই ভাইরাল চালু হলো কিছুদিন ধরে । অনেকটা সেই মুখে মুখে ছড়ানোর মতো ।  লোকে বলেনা ? যে অমুক কথাটি লোকের মুখে মুখে চলছে ।


আবার ভাইরাল বা Viral শব্দটি Virus থেকেও এসেছে এবং এর মানে কিন্তু ভিন্য । Virus থেকে আসা Viral এর মানে হলো ভাইরাস জনিত । যেমন ধরুন Viral Fever যার অর্থ ভাইরাস জনিত জ্বর ।

তো ভাইরাল মানে ভাইরাস জনিত কিংবা অনলাইন  এ ব্যাপক প্রচার । নির্ভর করছে কোথায় ভাইরাল ব্যবহার করছেন তার উপর ।

Your Answer

11 + 11 =

error: Content is protected !!