শুষ্ক (arid), শুষ্কপ্রায় (semi-arid) এবং শুষ্ক আর্দ্রপ্রায় (subhumid) এলাকাতে ভূমি অবনয়নের বিস্তৃতি হলো মরুকরণ ।
অন্যভাবে বলা যায়, অবক্ষয় (weathering) ও ক্ষয়ীভবনের (erosion) প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা ভূ-পৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হওয়া এবং সাধারণভাবে ভূমির উচ্চতা হ্রাস ও নিচু হয়ে যাওয়াকে বলে মরুকরণ।
বাংলাদেশে ভূমি ক্ষয়ের প্রধান কারণগুলো হচ্ছে: (১) ক্ষয়ীভবন, দূষণ, দৃঢ়ীকরণ, ভ্রান্ত চাষ পদ্ধতির করণে জৈবপদার্থ হ্রাস, লবণাক্তকরণ এবং জলাবদ্ধতার ফলে ব্যাপক মাটির ক্ষয়; (২) প্রধানত ভূমি রূপান্তর ও বন উজাড়ের মাধ্যমে মাটির ক্ষয়; (৩) চাষাবাদ, নগরায়ণ প্রভৃতি কারণে প্রাকৃতিক ভূদৃশ্যের অবনয়ন এবং (৪) জীব-ব্যবর্তন হ্রাস এবং প্রতিবেশ ব্যবস্থার খন্ডকরণ।
2 Answers
Your Answer