মরুজ ক্রমাগমন বলতে কী বোঝায়? এর ধাপগুলো সর্ম্পকে জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানমরুজ ক্রমাগমন বলতে কী বোঝায়? এর ধাপগুলো সর্ম্পকে জানতে চাই।
Ziaur asked 3 years ago


1 Answers
Ziaur answered 3 years ago

কোন উদ্ভিদ বীহিন এলাকায় যে পদ্ধতিতে বিভিন্ন অবস্থায় কোন উদ্ভিদ সম্প্রদায় পর্যায়ক্রমে আর্বিভাব ও বিলীন হওয়ার মাধ্যমে  অবশেষে একটি উদ্ভিদ সম্প্রদায় অরণ্য ভূমি রুপে উপনীত হয়, তাকে উদ্ভিদ ক্রমাগমন বলে। এ পরির্বতনের পরিবেশের এক উদ্ভিদ সম্প্রদায়ের স্থলে অন্য উদ্ভিদ সম্প্রদায় দেখা যায়।


উদ্ভিদ ক্রমাগমনের বিভিন্ন পর্যায়কে সেরি বলে। সেরি দু্ই প্রকার:

ক) হাইড্রোসেরি: ক্রমাগমন যদি পানিতে শুরু হয় তখন এর বিভিন্ন পর্যায়কে একত্রে হাইড্রোসেরি বলে।
খ) জেরোসেরি : ক্রমাগমন যদি শুষ্ক তথা মরু এলাকায় শুরু হয় তখন এর বিভিন্ন পর্যায়কে একত্রে জেরোসেরি বলে।

মরুজ ক্রমাগমন বা জেরোসেরি:

পাথর, কাকরময় এলাকা অর্থাৎ শুষ্ক এলাকা যেখানে পানির অভাব এমন জায়গা যেখানে উদ্ভিদ ক্রমাগমন শুরু হয় তখন তাকে মরুজ ক্রমাগমন বা জেরোসেরি বলে। এর বিভিন্ন পর্যায় গুলো নিম্মরুপ:

ক) সমাঙ্গ লাইকেন পর্যায়
খ) পত্রসদৃশ লাইকেন পর্যায়
গ) মস পর্যায়
ঘ) ওষধি পর্যায়
ঙ) গুল্ম পর্যায়
চ) চূড়ান্ত অরন্যভুমি পর্যায়

Your Answer

16 + 13 =

error: Content is protected !!