মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিমানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য লেখ।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ই তৈরি । তবে মানব বুদ্ধিমত্তার থেকে আজকাল কিছু কিছু কাজ কৃত্রিম বুদ্ধিমত্তাই দ্রুতো করে ।


artificial intelligence and human intelligence

artificial intelligence and human intelligence

মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যঃ

মানব বুদ্ধিমত্তাকৃত্রিম বুদ্ধিমত্তা
১. মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পারদর্শিতা প্রদর্শন করে থাকে।১. কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশিরভাগ সময়েই ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে সরাসরি কাজে লাগানোর সুযোগ থাকে না।
২. মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত।২. কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত।
৩. মানব বুদ্ধিমত্তার সাহায্যে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে খুব সহজে অনুলিপি তৈরি বা অন্য কাউকে শেয়ার করা যায় না।৩. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে বিশেষ রকমের সফটওয়্যার প্রোগ্রাম যা সহজেই অনুলিপি তৈরি ও অন্য কাউকে শেয়ার করা যায়।
৪. মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল।৪. কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়।
৫. মানব বুদ্ধিমত্তা ক্রমাগত বিকশিত হতে পারে।৫. কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিক বিকাশের কোন সুযোগ নেই।
৬. মানব বুদ্ধিমত্তাকে লিখে রাখা সম্ভব হয় না।৬. কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা যায়।

Your Answer

4 + 10 =

error: Content is protected !!