দৈনন্দিন নানাবিধ কাজে আমরা শক্তি প্রয়োগ করি। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম পরিচালনা করতে হয়। এসব শক্তির ব্যবহার করার পর নিঃশেষ হলে তা অতি সহজে পাওয়া যায় না। তাই এসব শক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনমতেই এগুলোর অপচয় করা যাবে না। এগুলোর অপচয় আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে শক্তির অপচয় রোধ করা যায় এবং পরিবেশ দূষণ তুলনামূলকভাবে কম হবে বলে আশা করা যায়।
শক্তির সংরক্ষণের পদ্ধতিসমূহঃ
- বৈদ্যুতিক বাতি ও অন্যান্য যন্ত্রপাতিসমূহ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার পর তা বন্ধ রাখতে হবে।
- ফ্রিজের দরজার বিনা প্রয়োজনে খোলা না রাখা।
- বাসা বাড়িতে সূর্যের প্রখর রোদের হাত থেকে রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো।
- ঘরের ভিতরে দিনের আলো প্রবেশের ব্যবস্থা করা।
- যানবাহন ব্যবহারের পরিবর্তে যতদূর সম্ভব পায়ে হেঁটে অথবা সাইকেল ব্যবহার করা।