সাকিব এর রেকর্ড গুলো কি কি ?

প্রশ্ন উত্তরCategory: খেলাধুলাসাকিব এর রেকর্ড গুলো কি কি ?
Sakib asked 6 years ago

সাকিব আল হাসান এর রেকর্ড গুলো কি কি জানতে চাই … 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

সাকিব আল হাসান ( Shakib Al Hasan ), বাংলাদেশী ক্রিকেটার, একজন বিশ্বমানের অলরাউন্ডার । এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ একের পর এক রেকর্ড তিনি গড়েই চলেছেন । চলুন দেখে নেয়া যাক এ পর্যন্ত সাকিব আল হাসান  কি কি রেকর্ড করেছেন সেগুলো দেখে নেয়া যাক । 


  • একমাত্র বাংলাদেশি যিতি বিশ্বকাপে সবমিলে ১০০০ + রান করেছেন ।  আর এবারের বিশ্বকাপ  এ ই তিনি ৪৫০+ রান সংগ্রহ করেছেন । 
  • এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ একমাত্র ক্রিকেটার যিতি ৪০০ রান করেন এবং একই সাথে ১০ টি উইকেট ও নেন । 
  • একই ক্রিকেট ম্যাচ এ ৫০ রান ও ৫ উইকেট নেয়া দ্বিতীয় ক্রিকেটার ও সাকিব আল হাসান ই 
  • ৫০০০ রান ও ২৫০ উইকেট পাওয়ার রেকড ও তার হাতে 

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯  খেলা শেষ হতে  এখন ও বাকি। দেখা যাক আর কি কি রেকর্ড তৈরি হয় আমাদের সাকিব এর ব্যট ও বলে 🙂 

Your Answer

2 + 1 =

error: Content is protected !!