কম্পাইলার কি
কম্পাইলারের কাজ হলো উচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্ত প্রোগ্রাম অনুবার করা। কম্পাইলার সম্পর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। অ্যাসেম্ভলার ও কম্পাইলার উভয়েই গৌন স্মৃতিতে (Auxilliary Memory) থাকে। প্রয়োজনের সময় তাদের র্যাম আনা হয়। সাংকেতিক ভাষাকে যন্ত্রভাষায় অনুবাদ করার চেয়ে হাই লেভেল ভাষাকে যন্ত্রভাষায় অনুবাদ করা অনেক কঠিন বলে কম্পাইলার অ্যাসেম্ভলারের তুলানয় বেশি জটিল হয়। ফলে কম্পাইলার স্মৃতি অবস্থানের (মেমোরি) বেশি জায়গা দখল করে থাকে। তাকেই কম্পাইলার বলে ।
1 Answers
Your Answer