সাধারণত আমরা যা কিছুর ডিজাইন দেখি তাকেই গ্রাফিক্স ডিজাইন বলে।যেমন, লোগো,ওয়েব ডিজাইন ইত্যাদি। এককথায় গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আর্ট। গ্রাফিক্স ডিজাইন বলতে নিজের মনের মাধুরি দিয়ে যে ডিজাইন করা হয় তাই গ্রাফিক্স ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইন শিখার জন্য আপনি কোন প্রতিষ্ঠান কিংবা যে গ্রাফিক্স ডিজাইন সর্ম্পকে ভালো জানে। এই ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।
আমি গ্রাফিক্স ডিযেজিন শিক্ষতে চেই।
আমরা গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ফটোশপ টিউটোরিয়াল নিয়ে কাজ করছি । সেগুলো দেখেও আপনি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারেন । লিংক নিচে
https://kivabe.com/topic/%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%AA/?order=asc