বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণবাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি ?
মোনির asked 6 years ago


1 Answers
Imran Hossain answered 6 years ago

বাংলাদেশ এর প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) । বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি), এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল। শুরুতে স্বল্প পরিসরে ঢাকা এবং চট্টগ্রামে ব্যুরো নিয়ে শুরু করলেও বর্তমানে রাজশাহী, রাঙামাটি এবং সিলেটে বাসসের ব্যুরো অফিস রয়েছে। দেশের সকল ৬৪ প্রশাসনিক জেলাতেই এই জাতীয় সংবাদ সংস্থার সংবাদদাতা রয়েছে।


Your Answer

5 + 20 =

error: Content is protected !!