সাবমেরিন কি ? এবং সাবমেরিন কিভাবে কাজ করে?

প্রশ্ন উত্তরCategory: সাধারণসাবমেরিন কি ? এবং সাবমেরিন কিভাবে কাজ করে?
Roton asked 6 years ago

সাবমেরিন সম্পর্কে জানতে চাই


1 Answers
Imran Hossain answered 6 years ago

সাবমেরিন ইংরেজী শব্দ এর বাংলায় Submarine অর্থ ডূবোজাহাজ । যা পানির নিচ দিয়ে চলতে সক্ষম। ডূবোজাহাজে এক সাথে অনেক নাবিক অবস্থান করতে পারে । সাবমেরিন পানিতে ভাসতে পারে আবার পানির নিচের ডুবতে পারে ।


সাবমেরিন কিভাব কাজ করে

কর্নেলিয়াস জ্যাকবসজুন ড্রেবেলের তৈরী প্রথম পানিতে চলাচলের উপযোগী ডুবোজাহাজ ১৬২০ সালে কর্নেলিয়াস জ্যাকবসজুন ড্রেবেল নামীয় একজন ডাচ কর্তৃক প্রথম নৌযানবাহন হিসেবে ডুবোজাহাজ আবিষ্কার করেন বলে জানা যায়। তবে সাবমেরিন প্রাচীন বিজ্ঞানী আর্কিমিডিসের ব্যালস্ট ট্যাস্ক থিওরী উপর ভিত্তি করে চলে থাকে । ব্যালাস্ট ট্যাঙ্ক থিওরী হল কোন অদ্রব্য বস্তুকে পানিতে ডোবালে তা নিজের আয়তনের সমপরিমান পানি অপসারিত করবে। অর্থাৎ সাবমেরিন কে যখন ডুবানোর প্রয়োজন হয় তখন সাবমেরিনের মাধ্যে পানি প্রবেশ করানো আরব সাবমেরিনকে পানিতে ভাসার জন্য সাবমেরিনের মধ্যে বাতাস ঢূকানো হয় ।  উধাহরণস্বরূপ, ফাকা প্লাস্টিকের বোতল বাতাস থাকা অবস্থায় পানিতে ডোবে না আবার পানি ভরে দিলে পানি ডুবে । ঠিক এর উপর ভিত্তি করে সাবমেরিন কাজ করে থাকে ।

 

Your Answer

6 + 20 =

error: Content is protected !!