আপনি যদি সিএমসি হাসপাতাল এর ভেতরেই অবস্থান করে এপোয়েন্টমেনট নিতে চান, তাহলে আ্পনি একেবারেই নতুন হলে 900 Building এ রেজিস্টার করে সেখানেই ডাক্তার এর এপোয়েনমেন্ট নিতে পারেন । কিংবা isscc বিল্ডিং এর ১১ – ১২ নাম্বার কাউন্টার এ ও নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন , তবে আগে 900 Building এ রেজিস্টার করা থাকতে হবে ।
অনলাইন এ সিএমসি র অ্যাপয়েন্টমেন্ট
আর যদি আপনি অনলাইন এ নিতে চান অ্যাপয়েন্টমেন্ট , আপনার মাস্টার কার্ড ( MasterCard ) কিংবা ক্রিস কার্ড ( ক্রিস কার্ড টি সিএমসি -র নিজেদের কার্ড যা সেখানে কোন রুগী একবার রেজিস্টার হলে নিতে পারে এবং এটিতে আগে থেকেই রুপি ভরিরে রাখা যায় যা শুধু মাত্র সিএমসি এর ভিতরেই কিংবা তাদের ওয়েব সাইট এ কাজ করবে ) ।
তো মাস্টার কার্ড ( MasterCard ) কিংবা ক্রিস কার্ড যদি থাকে এবং আপনি যদি আগে থেকেই cmc তে রেজিস্টার হয়ে থাকেন, মানে আগে যদি চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে চলে যান নিচের লিংক এ
https://clin.cmcvellore.ac.in/webapt/
এখানে আপনার Hospital ID আর জন্ম সাল দিয়ে সহজেই লগইন করতে পারবেন এবং এখান থেকে প্রায়ভেট কিংবা জেনারেল ডাক্তার এর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ।
আর আপনি যদি একেবারেই নতুন হন, তাহলে নিচের লিংক টি ফলো করুন, প্রতিটি ধাপ বিস্তারিত আকারে দেয়া আছে
https://www.cmch-vellore.edu/2col.aspx?ptype=CONTENT&pid=P160818014&mid=M160818077