Air Conditioner (AC) বিস্ফোরণ হওয়ার কারণঃ
Air Conditioner (AC) দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত। তীব্র গরমের তাপমাত্রা হতে একটু শীতল হাওয়া পেতে Air Conditioner (AC) সহায়ক ভূমিকা পালন করে। শীতল ও ঠান্ডা বাতাস নিতে গিয়ে অনেক সময় বিপদের কারণ হতে পারে Air Conditioner (AC)। সঠিক পদ্ধতিতে Air Conditioner (AC) ব্যবহার না করলে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ কারণে নিয়মিত Air Conditioner (AC)’র যত্ন নেয়ার মাধ্যমে এর বিস্ফোরণ হতে রক্ষা পাওয়া যেতে পারে।
- Air Conditioner (AC)’র কনডেনসার কয়েলে যদি পর্যাপ্ত পরিমাণে ময়লা জমে থাকে তাহলে এর সিস্টেম হতে যথেষ্ট পরিমাণে তাপ বের করতে পারে না এবং স্থান শীতল হওয়ার জন্য এটি বারংবার চালাতে বাধ্য হয়। তীব্র চাপ এবং তাপমাত্রার কারণে কমপ্রেসার অতিরিক্ত গরম হওয়ার কারণে বিস্ফোরিত হয়।
- Air Conditioner (AC)’র পাইপের কোন অংশে যদি ছিদ্র থাকে তাহলে এর ভিতরে হাইপ্রেসার সৃষ্টির মাধ্যমে কম্প্রেসার বিস্ফোরিত হয়।
- কম্প্রেসারের যতটুকু ক্ষমতা তার চেয়ে মাত্রাতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ করার কারণে হাইপ্রেসার তৈরির মাধ্যমে ভয়াবহ বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে।
- যদি ভালো কোম্পানীর উন্নত মানসম্পন্ন পাওয়ার ক্যাবল ব্যবহার করা নয় হয় এর কারণেও Air Conditioner (AC) উচ্চ চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়ে থাকে।
- বিদ্যুতের সমস্যা সৃষ্টির মাধ্যমে এসিড তৈরি হয়ে থাকে এবং এই এসিডের মাধ্যমে কমপ্রেসারসহ Air Conditioner (AC)’র আরও অন্যান্য অংশের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই দক্ষ মেকানিকের মাধ্যমে Air Conditioner (AC)’ র কমপ্রেসার অকেজো এবং এসিডের উপস্থিতি পরীক্ষা করানো।
- উপরোক্ত কারণগুলো ছাড়াও অত্যন্ত নিম্নমানের Air Conditioner (AC) বাসাবাড়ি এবং অফিস আদালতে ব্যবহার, সার্কিট ব্রেকারের সঠিক মাত্রায় রেটিং না দেয়াসহ নানাবিধি কারণে Air Conditioner (AC) বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।