Microsoft Excel এ্রর প্রতিটি ঘরে ভাষা চেন্জ – বাংলা ইংলিস সমস্যা

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারMicrosoft Excel এ্রর প্রতিটি ঘরে ভাষা চেন্জ – বাংলা ইংলিস সমস্যা
Fazle Rabbi asked 7 years ago

Microsof excel এর প্রতিটি ঘরে ভাষা চেন্জ করতে হলে আগে ফন্ট চেন্জ করতে হয়*তারপার ctl+alt+b চাপতে হয়। ধরু আমি কলাম Aতে বাংলা লিখলাম ।তারপার B তে আমার বাংলা লেখা দরকার।কিন্ত bতে গিয়ে দেখি ইংরেজি হয়েছে।একবার ভাষা চেন্জ করলেই যেন পুরা Excel Sheet এ আর ভাষা চেন্জ করতে না হয়।এর উপায়টা বলেন।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

বিজয় কিবোর্ড এ লিখলে সেটা হয় ctrl+alt+b চাপলে বাংলা হয় এবং সাথে কিবোর্ড ও সেট করে নিতে হয় ।  বিজয় কিবোর্ড বিস্তারিত  https://kivabe.com/?p=2795


এবার এম এস ওয়ার্ড এর ক্ষেত্রে কারসর কে আমরা তেমন একটা সরাইনা বলে ফন্ট আবার বদল করা লাগেনা । যধন ইংলিস লিখি, তখন কিবোর্ড এবং ফন্ট দুটোই চেন্জ করতে হয় ।

এবার এক্সেলে যেটা ঘটে সেটা হল, প্রতিটি সেল ই আলাদা আলাদা । তাই, বিজয় কিবোর্ড ঠিক মতো সেঠ হলেও ফন্ট সবগুলো সেলে সেট হয়না । যে কয়টি সেলে বাংলা লিখতে চাচ্ছেন, সেকয়টি সিলেক্ট করে নিয়ে ফন্ট বাংলা করে নিন । আশা করি কাজ করবে ।

Your Answer

17 + 10 =

error: Content is protected !!